লক্ষ্মীপুর প্রতিনিধি : রবিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালাহ উদ্দিন ভূঁইয়া ও জয়নাল গংরা জহিরুল হকসহ তাদের আত্মীয় স্বজনদের লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাজারের ১৫টি  ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে। রাত ১০ টার দিকে উপজেলার চরবসু বাজারে পূর্বশত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় উভয় পক্ষের লোকজনের মাঝে  উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও কাউকে আটক করতে পারেনি।

বাজারের স্থানীয়রা জানায়, চরবসু বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহিরুল হক গংদের সাথে স্থানীয় সালাহ উদ্দিন ভূইয়াঁ ও জয়নাল গংদের বিরোধ চলছিলো। রবিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালাহ উদ্দিন ভূঁইয়া ও জয়নাল গংরা জহিরুল হকসহ তাদের আত্মীয় স্বজনদের বাজারের ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে। তবে, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা হলেন, জহিরুল হক, আবুল কালাম, মো. বাহার, ছায়েদল হক, মোছলেহ উদ্দিন, শিব্বির আহাম্মদ, আবু জাফর, মো. সেলিম, আবদুর রহিম, আবদুস সালাম, খোরশেদ আলম, আলী আহাম্মদ, মো. হাসেম, আবদুর রশিদ ও মো. মাকছুদ।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। হামলাকারীরা পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে কেউ মামলা করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


(এমআরএস/এসএফকে/জুলাই ০৬, ২০১৫)