বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পুর্ব সুন্দরবনের হারবাড়িয়ার বাইনতলা এলাকায় কোস্টগার্ড পশ্চিম জোন ও র‌্যাব-৬ সদস্যরা রবিবার সন্ধায় অভিযান চালিয়ে অপহৃত ২ জন জেলে ও ১৭ রাউন্ড গুলিসহ বনদস্যুদের ব্যবহৃত নৌকা উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া জেলেরা হলো বরিশাল জেলার বানরীপাড়া উপজেলার মলুহার গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ মিজানুর রহমান (৩০) ও বাগেরহাটের শরনখোলা উপজেলার এরফান তালুকদারের ছেলে মোঃ মোতালেব (২৭)।

কোষ্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশ›স) লেঃ এ এম রাহাতুজ্জামান সোমবার সকালে জানান,অভিযানে বনদস্যু শিপন ওরফে ছোট বাহিনী হাতে অপহৃত ২জন জেলেসহ ১৭ রাউন্ড এলজি লাইফ কার্টিজ ও বনদস্যর ব্যবহিত দুইটি দেশীয় নৌকা উদ্ধার করা হয়।

সন্ধ্যায় অভিযান চলাকালে কুখ্যাত শিপন বাহিনীর সদস্যরা কোস্টর্গাড ও র‌্যারেব উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের গভীর অরণ্যে পালিয়ে যায়। বনদস্যু শিপন বাহিনী অপহৃত জেলেদের কাছ থেকে মুক্তিপণ গ্রহন করার জন্য সুন্দরবনের বিভিন্ন খালে তাদেরকে জিম্মি করে রেখে ছিল।

সুন্দরবনে জেলেদের নিরাপত্তার জন্য কোস্টগার্ড পশ্চিম জোনের অভিযান অব্যাহত থাকবে বলে কোস্টগার্ড কর্মকর্তা এ এম রাহাতুুজ্জামান জানান।

(একে/এসসি/জুলাই০৬,২০১৫)