ফেনী প্রতিনিধি : ফেনী শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে মঙ্গলবার সকাল ১১টায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে (৫০) গুলি করে ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দগ্ধ হয়েছেন গাড়িতে থাকা আরও চারজন। একরামুল হক উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

এ ঘটনায় আহতরা হলেন- একরামুল হক সম্পাদিত ফেনী প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মহিবুল ফরহাদ (৩২), ফুলগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন শামু (৫০), মোহাম্মদ হোসেন (৩০) ও গাড়ি চালক মামুন (৩৫)। তাদেরকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়।

ফেনীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শামসুল আলম সরকার এই তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সঙ্গীদের নিয়ে নিজের পাজেরো জিপে করে শহর থেকে ফুলগাজীতে ফেরার পথে বিলাসী সিনেমা সামনে দুর্বৃত্তরা তার গাড়ি আটকায়। এরপর এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং একরামকে কুপিয়ে আহত করে। পরে দুর্বৃত্তরা একরামের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌছে পুড়ে যাওয়া গাড়ি থেকে একরামের মৃতদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা সংখ্যায় আট থেকে ১০ জন ছিল।

ঘটনার পর একরামের সমর্থকরা বেশ কিছু দোকানপাট ভাংচুর করে। এরপর পৌর এলাকায় সব দোকানপাট বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফেনী শহরে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।


(ওএস/জেএ/অ/মে ২০, ২০১৪)