স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, পরিকল্পনা কাজে না লাগার কথা।

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির একদিন আগে সোমবার টিম হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকারও বললেন একই কথা, ‘আমাদের পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হয়নি। বোলার-ফিল্ডাররা কিন্ত ভালো করেছিল। ব্যাটিংয়ে আমরা ভালো করিনি। প্রথমে দুইটা উইকেট পড়ে যায়। প্রতিপক্ষের ব্যাটসম্যানরা চাপে থাকলে বোলিংটা ভালো হয়।’

সৌম্যর কাছে দক্ষিণ আফ্রিকার বোলিং আহামরি কিছু না,‘ওদের বোলিং ও রকম কিছু না। সব কিছুই স্বাভাবিক ছিল। তবে, আমাদের ভুল ছিল-এটা বলবো না। আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। ওপেনাররা কিছুক্ষণ উইকেটে থাকতে পারলে এবং সাকিব ভাই আরো কিছুক্ষণ উইকেটে থাকলে ফলাফল অন্যরকম হতে পারতো।’

তাইতো দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরিকল্পনায় বদল আনছে না বাংলাদেশ। সোমবার দলের মিটিং শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সৌম্য। সেখানে তিনি দ্বিতীয় ম্যাচের পরিকল্পনার আভাসও দিয়ে রাখলেন, ‘প্রথম ম্যাচে আমাদের লক্ষ্য ছিল প্রথম ছয় ওভারে যেন (পাওয়ার-প্লে) ৪০-৫০ রান কাভার করে রাখতে পারি। প্রথমে দুটি উইকেট হারিয়ে ধাক্কা খাওয়ার কারনে আমরা পিছিয়ে গেছি। দ্বিতীয় ম্যাচে আমরা যার যার ক্ষমতা অনুযায়ী খেলব-এমনই কথা হয়েছে।’

সিরিজের দ্বিতীয় ও শেষ টে-টোয়েন্টি ম্যাচটি মঙ্গলবার দুপুর একটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

(ওএস/এএস/জুলাই ০৬, ২০১৫)