শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার নড়িয়ায় এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত রানা মুলনা চেরাগআলী মাদবরকান্দি গ্রামের জাহাঙ্গীর বেপারীর ছেলে।

মুলনা শেহেরআলী মাদবরকান্দি গ্রামের জাফর শেখ জানান, রানা সোমবার সন্ধ্যায় কীর্তিনাশা নদীর গোলাম মাওলা ব্রিজের ওপর বসেছিল। এ সময় ২-৩ জন যুবক এসে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ব্রিজের পাশে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন রানাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টায় তিনি মারা যান।

রানার বাবা জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে রানাকে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

(ওএস/এইচআর/মে ২০, ২০১৪)