দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বটতলী নামক স্থানে সোমবার বেলা ১১টায় ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী ইউনাইটেড স্পেশাল কোচের ধাক্কায় আব্দুস সামাদ (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত আব্দুস সামাদ দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর মিটার রিপিয়ারিং ম্যান ছিলেন।

দুর্ঘটনার পর কোচ চালক কোচের বাম্পারের নিচে আটকে থাকা মোটরসাইকেলসহ কোচ নিয়ে প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করে দিনাজপুর বাস টার্মিনালে ঢুকে গাড়ি রেখে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকাগামী ইউনাইটেড স্পেশাল কোচটি দিনাজপুর শহর থেকে ২ কিলোমিটার দূরে বটতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক আব্দুস সামাদ কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

কোচের বাম্পারের নিচে আটকে থাকা মোটরসাইকেলসহ কোচ চালক গাড়ি না থামিয়ে ২ কিলোমিটার পথ অতিক্রম করে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে কোচ রেখে পালিয়ে যায়। পরে পুলিশ কোচটি জব্দ করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কোতয়ালী থানায় মোটরযান আইনে মামলা দায়ের করা হয়েছে।

(এসিজিএ/পিএস/জুলাই ০৭, ২০১৫)