শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বরে মধু ফুড নামে ভেজাল সেমাই উৎপাদনকারী অবৈধ একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে ওই প্রতিষ্ঠান মালিক মধুসূদন পালকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করায় ৩০ মণ ভেজাল লাচ্ছা সেমাই ধ্বংস করা হয়।

অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বাজারজাত করার দায়ে কারখানাটি সিলগালা ও জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার নাজমুল হোসেন জানান, নড়িয়ার ভোজেশ্বর বাজারে অবৈধভাবে সেমাই উৎপাদন করে আসছিলেন মধুসুদন পাল। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করা হয়।

এছাড়া কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।

(ওএস/এএস/জুলাই ০৭, ২০১৫)