গাইবান্ধা প্রতিনিধি :গরুর দাম বৃদ্ধি পাওয়ায় এবং আসন্ন ঈদ-উল-ফিতরকে টার্গেট করে সাঘাটা উপজেলার সর্বত্র গরু চুরির বৃদ্ধি পেয়েছে। সংঘবদ্ধ একটি চোর দল প্রতি রাতেই কোথাও না কোথাও গোয়াল ঘর থেকে গরু চুরি করে ভটভটি যোগে নিয়ে যাচ্ছে। ফলে গরু চুরির আতংকে কৃষকরা রাত জেগে এখন গোয়াল ঘর পাহাড়া দিচ্ছে।

এলাকাবাসী জানায়, গত ১১ দিনে সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামের ওহাব মন্ডলের গোয়াল ঘর থেকে ৪টি, কচুয়া গ্রামের আজিবর রহমানের গোয়াল ঘর থেকে ৩টি, চন্দনপাট গ্রামের মোসলেম উদ্দিনের গোয়াল ঘর থেকে ৩টি, শিমুলতাইড় গ্রামের আব্দুস সাত্তারের গোয়াল ঘর থেকে ৫টি সহ বিভিন্ন এলাকায় ২৮টি বাড়ীতে গরু গাভী বাছুর চুরির ঘটনা ঘটছে।

কৃষকরা আরও জানান, এতদিন গরুর চুরির উপদ্রুপ ছিলনা। বর্তমান রমজান মাস, সামনে ঈদ এবং গরুর দাম বৃদ্ধির ফলে গরু চুরির ঘটনা ঘটছে। স্থানীয় গরুর দালাল ও কসাইদের সাথে গরু চোরের যোগ সূত্র রয়েছে বলে অনেকেই জানিয়েছেন। পুলিশ কিংবা গ্রাম পুলিশের রাত্রীতে টহল ব্যবস্থা না থাকায় কৃষকরা বাধ্য হয়েই রাত জেগে গোয়াল ঘর পাহাড়া দিতে হচ্ছে।


(আরআই/এসসি/জুলাই০৭,২০১৫)