কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : অপরিকল্পিত বিল্ডিং তুলে রাস্তার পাশের ফুটপাতে ঢুকানো হয় কারেন্ট লাইনের আর্থিং রড। কোন পরিকল্পনা ছাড়া এ আর্থিং রড ঢোকানের কারণে ফেঁটে যায় পৌর সভার পানি সরবরাহের পাইপ। এ কারণে ওই ফেঁটে যাওয়া পাইপ ভেঙ্গে গোটা পৌর শহরের পানি ওই স্থান দিয়ে বের হতে থাকে। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মাদ্রসা রোড এলাকায় মঙ্গলবার সকালে এ ঘটনায় গোটা কলাপাড়া জুড়ে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দুর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ।

স্থানীয়রা অভিযোগ করেন, মাদ্রাসা রোড এলাকায় রজব আলী মৃধা’র বাসার কারেন্টের ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুত মিস্ত্রী জাকির ও মামুন আর্থিং লাইনের লোহার রড পৌর শহরের পাইপের উপর ঢুকিয়ে দেয়। এতে পাইপ ফেঁটে গোটা পৌর শহরের পানি ওই ফাঁটা অংশ দিয়ে বের হতে থাকে। সকাল ১০ টা থেকে ( এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধা ৭টা) পৌরসভার পানি শাখার কর্মচারীরা ও টেকনেশিয়ানরা পানি সরবরাহ চালু করার চেষ্টা করলেও ভাঙ্গা পাইপ দিয়ে পানি বের হওয়া বন্ধ করতে পারেন নি। সকাল থেকে হাজার হাজার লিটার পানি বের হওয়ার কারণে মাদ্রাসা রোডের গোটা এলাকা জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি না থাকায় রোজার মধ্যে মুসুল্লীসহ হোটেল-রেস্তোরায় খেতে আসা হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।
এ ব্যাপারে কলাপাড়া পৌর সচিব মো. মাসুম বিল্লাহ জানান, তাঁরা পানি সঞ্চালন লাইন ঠিক করে পানির লাইন চালু করার চেষ্টা করছেন। যাদের কারণে পৌরবাসী সীমাহীন দুর্ভোগে পড়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

(এমআর/পিবি/জুলাই ০৮,২০১৫)