আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের শীর্ষ এক নেতা নিহত হয়েছে। সোমবার পাকিস্তান সীমান্তের কাছে ওই ড্রোন হামলায় তিনি নিহত হন। বুধবার আফগান গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি।

দ্যা আফগান ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) জানায়, পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের আচিন জেলায় মার্কিন ড্রোন হামলায় গুল জামান নামে আইএসের সেকেন্ড-ইন-কমান্ড নিহত হয়ে।

এনডিএস মুখপাত্র হাসিব সিদ্দিকির বরাত দিয়ে বার্তা সংস্থা তোলোনিউজ জানায়, ড্রোন হামলায় গুল জামানের সঙ্গে তার সহকারী জাহানইয়ার এবং আরো পাঁচ সন্ত্রাসী নিহত হয়। তার মৃত্যুর খবর আফগান নিরাপত্তা সংস্থার বিশেষ ইউনিটও নিশ্চিত করেছে।

যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের কোনো কোনো এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল সদস্য সংগ্রহের কাজ শুরু করেছে। এদিকে, আফগানিস্তানে যেকোনো ধরনের তৎপরতা চালানোর বিরুদ্ধে আইএসআইএল-কে সতর্ক করে দিয়েছে তালেবানরা।

(ওএস/এএস/জুলাই ০৮, ২০১৫)