আন্তর্জাতিক ডেস্ক : মৌমাছির আক্রমণে নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টাখানেক দেরিতে ছাড়তে হলো রাশিয়ার অভ্যন্তরীণ একটি উড়োজাহাজ ফ্লাইট। আক্রমণকারী মৌমাছিগুলো যাত্রীবাহী ওই উড়োজাহাজের ডানা (‌উইং) এবং জানালা (উইন্ডো) দখলে নেওয়ায় বিলম্বে উড্ডয়ন করতে বাধ্য হয় ফ্লাইটটি।

মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী রশিয়া এয়ারলাইন’র এয়ারবাস-৩১৯ উড়োজাহাজকে এ পরিস্থিতিতে পড়তে হয়। মস্কোর ভনুকোভো এয়ারপোর্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

রশিয়া এয়ারলাইন জানায়, তাদের যাত্রীবাহী উড়োজাহাজটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন অতর্কিত আক্রমণ করে এক ঝাঁক মৌমাছি। মৌমাছিগুলো উড়োজাহাজের ডানা ও ‍জানালায় বসে পড়লে উড্ডয়ন বিলম্বিত করতে বাধ্য হন পাইলটরা।

ভনুকোভো এয়ারপোর্ট জানায়, খবর পেয়ে দ্রুত উড়োজাহাজ থেকে মৌমাছিগুলোকে সরিয়ে দেন বিমানবন্দরের কর্মীরা। প্রায় ঘণ্টাখানেক পর উড়োজাহাজটি সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে ছেড়ে যায়।

অবশ্য, এবারই প্রথম কোনো উড়োজাহাজ মৌমাছির আক্রমণের মুখে পড়েনি। গত মাসেই মৌমাছির কাণ্ডে যুক্তরাজ্যের সাউথাম্পটন থেকে আয়ারল্যান্ডের ডাবলিনগামী একটি উড়োজাহাজ উড্ডয়ন করেও জরুরি ভিত্তিতে ফিরে আসতে বাধ্য হয়।

(ওএস/এএস/জুলাই ০৮, ২০১৫)