গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগের জের ধরে ২ চেয়ারমানের হাতে চরমভাবে লাঞ্চিত হয়েছেন মেম্বরেরা।

জানা যায়, ২০১৪-১৫ অর্থ বছরে অতি দরিদ্র্যদের জন্য কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ করে উপজেলা ইউপি মেম্বার এ্যাসোসিয়েশন। এরপ্রেক্ষিতে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও তার অফিস সহকারী ৩৭ লাখ ৭৬ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসাব নম্বরে ফেরত দেন। অভিযুক্ত বেলকা, দহবন্দ ও হরিপুর ইউপি চেয়ারম্যানগণ ঐ হিসাব নম্বরে কোন টাকা জমা করেননি। এরই সুত্র ধরে উক্ত এ্যাসোসিয়েশনের সভাপতি-বিদ্যুৎ কুমার দেবসর্মা, সাংগঠনিক সম্পাদক- শাহিবুল আলম মন্ডল শাহীন, সদস্য মজিবর রহমান, আলম মন্ডল, আবুল কালাম আজাদ, আমিরন বেগম ও মাহবুর রহমানকে চরমভাবে লাঞ্চিত করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন পূর্বক প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। উল্লেখ্য, এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে পূণরায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।

(আরআই/এলপিবি/জুলাই ০৮, ২০১৫)