আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের তিকরিতে সেনা হত্যাযজ্ঞের দায়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন ২৪ জন সদস্যকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ২০১৪ সালের জুনে তিকরিতে প্রায় ১ হাজার ৭০০ সেনা হত্যার ঘটনা ঘটে। ওই হত্যাযজ্ঞে জড়িত থাকার দায়ে আইএসের সন্দেহভাজন ২৪ জঙ্গিকে গতকাল বুধবার বাগদাদের একটি আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন।

(ওএস/এএস/জুলাই ০৯, ২০১৫)