লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার  লোহাখুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবু সায়েম জাম্বু মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি গরু রাখাল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই সীমান্তের ৯১৯ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাব পিলারের কাছে ভারত অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত আবু সায়েম জাম্বু লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের সোহরাব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গরু আনার জন্য বুধবার রাতে কয়েকজন রাখালকে সঙ্গে নিয়ে লোহাকুচি সীমান্ত পার হয়ে ভারত যান জাম্বু। গরু নিয়ে ফেরার পথে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ১৪ বিএসএফ ব্যাটালিয়নের উত্তর চামটা ক্যাম্পের জওয়ানরা।

এ সময় জাম্বু গুলিবিদ্ধ হয়। পরে তার সঙ্গে থাকা অন্য রাখালরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে এলে সকাল ৮টার দিকে জাম্বুর মৃত্যু হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

(ওএস/এএস/জুলাই ০৯, ২০১৫)