আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি দেবোরা জেমস মন্তব্য করেছেন,যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি রাশিয়া । এ সময় তিনি তার সরকারের প্রতি ইউরোপে ন্যাটো বাহিনীর পাশাপাশি মার্কিন সেনা উপস্থিতি আরও বাড়ানোর আহ্বান জানান।

জেমস বলেন, রাশিয়ার ঝামেলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ওয়াশিংটন সব সময়ই সমুচিত জবাব দিয়ে এসেছে। ইউরোপে আমাদের সেনা উপস্থিতি আগের চেয়ে বাড়ানো হচ্ছে। তবে এখন যে সংখ্যক সেনা সেখানে আছে, তা পর্যাপ্ত নয় উল্লেখ করে তিনি বলেন, সেনা উপস্থিতি আরও বাড়াতে হবে। বিশেষ করে এফ-১৬ ফাইটার স্কোয়াড্রন সেনাদের বিপুল সংখ্যক উপস্থিতি সেখানে জরুরি।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

(ওএস/এসসি/জুলাই০৯,২০১৫)