দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার কর্মকর্তা ও সুধীজনদের সাথে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, ইতোমধ্যে জেলার যেসব উপজেলায় মতবিনিময় করেছেন তার সবগুলোতেই মাদকের ভয়াবহতা নিয়ে কথা উঠেছে। মাদকের বিরুদ্ধে তীব্রতর অভিযান চালানো হবে। প্রশাসনের পাশাপাশি জনগণকে সার্বিক সহযোগিতাসহ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি পরিবারের অভিভাবক এবং ছেলেমেয়েদের কাছে মাদকের কুফল তুলে ধরে সচেতন করতে হবে।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদির বাবু, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান সরকার, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, মোজাফ্ফর হোসেন চৌধুরী, আইয়ুব আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. হাছিনা ভূঁইয়াসহ অর্ধশত সরকারি কর্মকর্তা ও সুধিজন।

জেলা প্রশাসক মীর খায়রুল আলম আরো বলেন ,শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের কাছে মাদকের কুফল তুলে ধরতে হবে। সচেতনতা ছাড়া মাদক নির্মূল করা কঠিন হবে। প্রতি বছর মাদকের পেছনে যে অর্থ ব্যয় হচ্ছে, সেই অর্থ দিয়ে দেশে শিল্প কলকারখানা গড়ে উঠতে পারতো এবং লোকের কর্মসংস্থানও সৃষ্টি হতো। একইভাবে দুর্নীতির বিরুদ্ধেও সর্বস্তরে সচেতনতা সৃষ্টি করতে হবে। সচেতনতার মাধ্যমেই সিঙ্গাপুর আজকে আধুনিক সিঙ্গাপুরে পরিণত হয়েছে। হতাশ হলে চলতে না। লেগে থাকতে হবে। অবশ্যই সফলতা আসবেই।

(এসিজিএ/এসএফকে/জুলাই ০৯, ২০১৫)