আহসানুল করিম,বাগেরহাট :বাগেরহাটের রামপালে টর্নেডোর আঘাতে কমপক্ষে ৮৫টি বসতবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। এসময় ঘরের চালায় চাপা পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়। বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ডাকরা ও কুমারখালী গ্রামে এই টর্নেডো আঘাত হানে।

রামপালের পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বাবুল সরেজমিন থেকে মুঠোফোনে বলেন, বৃহস্পতিবার সকার ১০ টার দিকে মাত্র দেড় মিনিটের টর্নেডো ছোবলে ডাকরা, কুমারখালী ও ডাকরা বাজারে পৃথক স্থানে ৪৯টি পরিবারের ৮৫ টি ঘরবাড়ি ও দোকানপাট লন্ডভন্ড হয়ে যায়।

এসময় অনিল ডাকুয়া, সুনিখ ডাকুয়াসহ ১০-১২ জন আহত হন। ঝড়ে বেশ কিছু গাছপালা ভেঙ্গে ও উপড়ে পড়ে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত যাতে ত্রান সহায়তা পান তার জন্য দাবি জানান ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল।

বাগেরহাট জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম বলেন,‘টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করার জন্য রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মাদ আরিফকে নির্দেশ দেয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করে ত্রান সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান।


(একে/এসসি/জুলাই০৯,২০১৫)