লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুরে গোপন সংবাদের ভিত্তিতে ৪ জুয়ারীকে আটক করেছেন ফাঁড়ি থানার পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরকাছিয়া গ্রামের মোতাল্লেব নেপালের ঘর থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক বান্ডেল তাস ও জুয়ার নগদ ১,৫০০/- টাকা জব্দ করে পুলিশ।

এঘটনায় সকালে ফাঁড়ি থানার এসআই সিরাজ বাদী হয়ে থানায় জুয়া আইনে মামলা করে আটক ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃত জুয়ারীরা হলো- মৃত কালা চান নেপালের ছেলে আমিন হোসে নেপাল (৫৫), মৃত নোয়াব আলীর হাওলাদারের ছেলে কেরামত আলী হাওলাদার (৫২), মোসলিম হাওলাদারের ছেলে মো. খোকন (৩৫) ও রফিক হাওলাদারের ছেলে ইয়াছিন (৩০)। তারা চরকাছিয়া গ্রামের বাসিন্দা।

হাজিমারা পুলিশ ফাড়ি এসআই সিরাজ মিয়া বলেন, গ্রেফতারকৃতরা সবাই পেশাজীবি জুয়ারী। তারা বিভিন্ন সময় জুয়ার টাকার জন্য এলাকয় চুরিসহ বিভিন্ন ধরণের অপরাধ করে বেড়ায়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

(এমআরএস/এসসি/জুলাই১০,২০১৫)