স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। শুক্রবার বিকাল ৩টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। কিন্তু শুরুর আগে দুই দলের লড়াইকে পেছনে ফেলে আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। তারপরও ব্যাট-বলের মাঠের লড়াইয়ে নামতে প্রস্তুত দুই দলই।

দুদল ওয়ানডে খেলেছে ১৪টি। যার সর্বশেষটি ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটে। ওই ম্যাচটি এখনো দুঃসহ যন্ত্রণায় পোড়ায় ক্রিকেটপ্রেমীদের। মাত্র ৭৮ রানে গুঁড়িয়ে গিয়েছিল বাংলাদেশ। সেই অবস্থা এখন অবশ্য অনেক পেছনে ফেলে এসেছে টাইগাররা। ওয়ানডে বলেই আত্মবিশ্বাসী টাইগাররা।

ডিসেম্বর থেকে বিশ্বকাপসহ ১৭ ওয়ানডে ক্রিকেটে ১৩টি ম্যাচ জিতেছেন মাশরাফিরা। তার ১০টি টানা জয়। যার পাঁচটি আবার পাকিস্তান ও ভারতের বিপক্ষে। উজ্জীবিত, দুরন্ত বাংলাদেশ আজ নামছে হাশিম আমলার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ব্যাট ও বলের ময়দানি যুদ্ধে নামতে পুরোপুরি প্রস্তুত দুদল। এখন দেখার বিষয় বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় কি না।

(ওএস/এএস/জুলাই ১০, ২০১৫)