সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বাস মালিক সমিতির সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এতে সৈয়দপুর হয়ে ৪ জেলার সঙ্গে যানবাহন চলাচল শুরু হয়েছে।

শুক্রবার সৈয়দপুর বাস টার্মিনালে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে ১২টার পর অবরোধ প্রত্যাহার করা হয়।

এরআগে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলে সৈয়দপুরে বাস মালিক সমিতির একটি বাস আটকে রাখায় প্রতিবাদে সকাল ৮টা থেকে সৈয়দপুরে সড়ক অবরোধ করা হয়। এতে আশপাশের ৪ জেলার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে সমস্যা নিরসনে সৈয়দপুর বাস টার্মিনালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেনের সঙ্গে মালিক সমিতির আলোচনা হয়।

আলোচনায় ঈদে ঘরমুখো যাত্রীদের জনদুর্ভোগ বিবেচনা করে অবরোধ সাময়িক প্রত্যাহার করে নেওয়া হয়।

তবে শনিবার নীলফামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে যৌথ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে মালিক সমিতি জানায়।

(ওএস/এএস/জুলাই ১০, ২০১৫)