আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমন্ত্রণে আগামী বছর সার্ক সম্মেলনে দেশটির রাজধানী ইসলামাবাদ যেতে সম্মত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সিদ্ধান্তও নিয়েছে এই দুই দেশ।

শুক্রবার রাশিয়ার উফায় ব্রিকস সম্মেলনের ফাঁকে এক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে দুই দেশ। এ দিন প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন নরেন্দ্র মোদি এবং নওয়াজ শরিফ।

সব ধরনের সন্ত্রাসের নিন্দা করার পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে এক সঙ্গে লড়াই করার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশই। বৈঠকে উঠে এসেছে মুম্বাই হামলার প্রসঙ্গও। হামলার পর চার বছর কেটে গেলেও পাকিস্তান অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় প্রথম থেকেই ক্ষুব্ধ ছিল দিল্লি।

সূত্রের খবর, লাকভিসহ হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নিতে নওয়াজকে অনুরোধ করেছেন মোদি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর সন্ত্রাস মোকাবিলায় খুব শিগগিরই দিল্লিতে আলোচনায় বসবে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা।

উল্লেখ্য, আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হবে সার্ক সম্মেলন। নওয়াজের আমন্ত্রণে সাড়া দিয়ে সেই সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ যেতে সম্মত হয়েছেন মোদি।

(ওএস/এএস/জুলাই ১০, ২০১৫)