নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাক মোড়ে ট্রাকের চাপায় মালেক হোসেন (৩৫) নামে এক হেলপার নিহত হয়েছেন।
 

শুক্রবার সকাল ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মালেক হোসেনের বাড়ি ঢাকার মানিকগঞ্জে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রাজ্জাক মোড়ে থেমে থাকা একটি ট্রাককে ঢাকাগামী অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় থেমে থাকা ট্রাকের হেলপার মালেক ছিটকে রাস্তায় পড়ে গেলে ঢাকাগামী ওই ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বনপাড়া হাইওয়ে পুলিশের সার্জন মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

(এমআর/এএস/জুলাই ১০, ২০১৫)