কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের একটি বাড়ির সদ্য নির্মিত সেফটি ট্যাংকের ভেতর অক্সিজেন সল্পতার কারণে দম বন্ধ হয়ে নির্মাণ শ্রমিকসহ দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ময়মনসিংহের গৌরিপুর এলাকার বাসিন্দা নির্মাণ শ্রমিক মো: কালাচাঁন (৩০) ও চান্দিনা সদরের জব্বার মিয়া (৩৫)।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্শেদ জানান, দুপুরে বাঁশের খুঁটি সরানো জন্য সদরের একটি বাড়ির সদ্য নির্মিত সেফটি ট্যাংকের ভেতরে যান নির্মাণ শ্রমিক মো: কালাচাঁন। ভেতরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করতে জব্বার মিয়া ট্যাংকের ভেতরে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও তারা বের না হওয়ায় চান্দিনা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ট্যাংকের ভেতরে অক্সিজেন সল্পতায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে।
(একেএইচ/এএস/মে ২০, ২০১৪)