স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপের পর থেকে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ দল। পাকিস্তান ও ভারতের বিপক্ষে পরপর দুটো ওয়ানডে সিরিজ জেতায় টাইগার ক্রিকেটারদের আত্মবিশ্বাস তুঙ্গে ছিল। কিন্তু ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে হারের পর টি-২০ সহ টানা চারটি ম্যাচে হারল বাংলাদেশ। তবে এ হারে খেলোয়াড়দের আত্মবিশ্বাসে চিড় ধরেনি বলে মনে করছেন মাশরাফি।

দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হারলো স্বাগতিকরা। তাতে করে বাংলাদেশের ক্রিকেটারদের মনোবল কিছুটা হলেও তলানিতে গিয়ে ঠেকেছে বলে মনে করছেন কেউ কেউ। তবে এ বিষয়টা একেবারে মানতে নারাজ মাশরাফি।

এ বিষয়ে তিনি বলেন, ‘যখন দল হিসেবে টানা কয়েকটা ম্যাচ হারবেন, কিছুটা ব্যকফুটে অবশ্যই থাকবেন। এখান থেকে ঘুরে দাঁড়ানোর মানসিকতা রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা একেবারে কোথাও ভালো খেলতে পারছি না তা না, কিছু কিছু জায়গায় আমরা বাজে খেলছি আর ঘুরে দাঁড়াতে পারছি না। এসব জায়গায় যদি ভালো করতে পারি আমার মনে হয় আমরা ভালো করবো।’

সিরিজের প্রথম ওয়ানডে হারের কারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আজকের (শুক্রবার) ম্যাচেও আমাদের খুব ভালো সুযোগ ছিল। যেহেতু ১২০ রানে (টপ ও মিডল-অর্ডার) ব্যাটসম্যানরা আউট হওয়ার পর নাসির কিন্তু দলকে নিয়ে গেছে ১৬০-রানে। চার ওভার আগে অলআউট হয়েছি। যদি কোনো ব্যাটসম্যান থাকত ২০০ বা ২২০ রান হত, তাহলে আমরা স্পিনারদের নিয়ে আরও আক্রমণ করতে পারতাম। কিন্তু সেই সুযোগটা আমরা পাইনি। তবে এখান থেকে নিশ্চিত আমরা ঘুরে দাঁড়াব।’ একের পর এক ম্যাচ খেলে কি বাংলাদেশের খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়েছে- ঘুরে-ফিরে আসছে সেই প্রশ্ন। তবে মাশরাফি এমনটা মনে করেন না।

এ বিষয়ে মাশরাফি বলেন, ‘এটা অজুহাত হয়ে যাবে। আমরা আগেই জানতাম আমাদের সূচি এমন। তাই প্রত্যেকে সেভাবে ফিট থাকা বা মানসিকভাবে প্রস্তুত থাকার কথা। হয়ত আমরা এভাবে অভ্যন্ত না। তবে এ পর্যায়ে সেটা শুধু অজুহাতই হবে। জিতলে এগুলো তখন আর উঠতো না।’

(ওএস/পি/জুলাই ১১, ২০১৫)