মেহেরপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন সরকার পরিবর্তণ হলেও ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক অব্যাহতই থাকবে। ভারতের ক্ষমতার পরিবর্তন বাংলাদেশে কোন প্রভাব পড়বে না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে এ পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক আছে। এ সম্পর্ক নষ্ট হবার নয়।

আজ মঙ্গলবার দুপুর ২টায় চুয়াডাঙ্গা হয়ে সড়ক পথে মুজিবনগর আসেন ড. গওহর রিজভী। তিনি মুজিবনগর স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধে সেক্টরভিত্তিক বাংলাদেশ মানচিত্র ঘুরে দেখেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন ভারত বাংলাদেশের মধ্যে অমিমাংশিত বিষয়গুলো দু‘দেশের মধ্যে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। মুজিবনগর পরিদর্শণকালে মেহেরপুরের জেলা প্রশাসক মোহা. মাহমুদ হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মণ্ডল ও মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন ২০১১ সালে এই মুজিবনগরে মুজিবনগর দিবসের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুরে স্থলবন্দর স্থাপনের বিষয়টি ভেবে দেখার কথা বলেছিলেন। বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের বাণিজ্য মন্ত্রনালয়ের মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা চলছে। আশা করা যায় স্থলবন্দর মেহেরপুরে অতিসত্বর হবে।
বেলা ৩টায় মেহেরপুর সার্কিট হাউজে জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করে সড়ক পথেই তিনি মেহেরপুর ত্যাগ করেন।
(টিএ/এএস/মে ২০, ২০১৪)