দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :”নারী ও শিশু সবার আগে বিপদে-দুর্যোগে প্রধান্য পাবে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজনে বেসরকারী সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র(ডিএসকে),ইউবিআর প্রকল্পের সহযোগীতায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় শনিবার।

দিবসের মধ্যে উপজেলা চত্বর হতে জিও/এনজিও কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহনে এক বর্নাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলুর রহমান,উপজেলা আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল আমিন আকন্দ,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ সোহরাব হোসেন তাং, ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর আলম সাজু,উপজেলা কৃষকলীগ সম্পাদক স্বপন হাজং, ডিএসকের প্রকল্প ব্যাবস্থাপক আঃ রব পাটোয়ারী প্রমুখ।

(এনএস/এসসি/জুলাই১১,২০১৫)