অার্ন্তজাতিক ডেস্ক :মুসলমানদের প্রতি ‘শ্রদ্ধা জানাতে’ কয়েকজন ভারতীয় হিন্দু রোজা রেখেছেন। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘ধর্মীয় বিদ্বেষ দূর করতে’ তারা এমন উদ্যোগ নেন। দেশটির সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মারকান্ডে কাটজু এমনটা জানান।

চলতি বছর জুনের ৩০ তারিখ মুসলমানদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে তিনি ফেসবুকে হিন্দুদেরও রোজা রাখার আহ্বান জানান বিচারপতি মারকান্ডে। তার মতে, রমজান মাসের অন্তত একদিন যেন রোজা রাখেন হিন্দুরা। তার এ ডাকে সাড়া দেন অনেকে। জুলাইয়ের ৪ তারিখ তারা রোজা পালনের আশ্বাস দেন।

কাটজু জানান, ওই তারিখে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছিলেন। তার সঙ্গে আরও কয়েকজন ভারতীয় হিন্দু যোগ দেন। তারা স্থানীয় সময় ভোর সাড়ে তিনটায় সেহেরি সারেন। এরপর তারা ইফতার পর্যন্ত কিছুই না খেয়ে অথবা পান না করে অপেক্ষা করেন। তিনি আরও জানান, সাইয়েদ আলি নামে সেখানকার এক ব্যক্তির বাড়িতে তারা খেজুর দিয়ে ইফতার সারেন। আতহার আলি নামে আরেক ব্যক্তি তাদের রমজানের মাহাত্ম্য সম্পর্কে বয়ান করেন।

কাটজুর মতে, মুসলমানদের ‘সন্ত্রাসী’ হিসেবে যে প্রচারণা চালানো হয় তাতে তিনি বিশ্বাস করেন না। বেশ কিছু মুসলমানও তার এ তৎপরতাকে সাধুবাদ জানায়। তাদের কেউ কেউ হিন্দুদের ‘নবরাত্রিতে’ উপবাস করবেন বলে কথা দেন।

(ওএস/এসসি/জুলাই১২,২০১৫)