স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেন অচেনা রুপে দেখা দিচ্ছে। দুটি টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। 

প্রথম ওয়ানডেতে আট উইকেটে জিতে এখন সিরিজ জয়ের সামনে দক্ষিণ আফ্রিকা। সিরিজে টিকে থাকতে হলে আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। হারলেই সিরিজ শেষ। চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওডিআই তখন পরিণত হবে নিয়মরক্ষার ম্যাচে।

বাঁচা-মরার লড়াইয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।

ভারতের বিপক্ষে শেষ ম্যাচ নিয়ে ঘরের মাঠে টানা চার হার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে এখনও কেউ ভালভাবে দাঁড়াতে পারেননি। তবে নাসিরদের বিশ্বাস, ব্যাটিংটা ভালো হলেই জয়ে ফেরা সম্ভব।

তিনি বলেন, ‘আমাদের দক্ষিণ আফ্রিকাকে হারানোর সামর্থ্য আছে। এটাই সবচেয়ে বড় কথা। আমাদের ব্যাটসম্যানরা রান পাচ্ছে না। ব্যাটসম্যানরা ভালো করলে তাদের হারানো সম্ভব।’ দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ শবিবার হালকা অনুশীলন করেছে। নিজেদের সমস্যাগুলো সবাই বুঝতে পারছে। সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টাও চলছে বলে জানালেন নাসির।

প্রথম ওয়ানডেতে আট ব্যাটসম্যান নিয়ে খেলেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ের কোনো উন্নতি হয়নি। টি-টোয়েন্টিতে স্পিনার আরাফাত সানী সফল হলেও তাকে প্রথম ওয়ানডেতে নেওয়া হয়নি। তার জায়গায় এসেছিলেন আরেক স্পিনার জুবায়ের হোসেনে। কিন্তু ম্যাচে তেমন কোনো প্রভাবই ফেলতে পারেননি তিনি। তাই দ্বিতীয় ম্যাচে আরফাত সানীর ফেরার সম্ভাবনা রয়েছে। একাদশে ঢুকতে পারেন ব্যাটসম্যান এনামুল হকও।

(ওএস/এএস/জুলাই ১২, ২০১৫)