মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গা গ্রামে আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার স্ত্রী সেলিনা খাতুনকে (৩৬) আটক করেছে পুলিশ।

শনিবার রাত ২টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। সকালে নিজ বাড়ি থেকে সেলিনাকে আটক করা হয়।

আজিজুর রহমান ইজিবাইক চালক এবং ওই গ্রামের ফজলুল হকের ছেলে।

নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, আজিজুর রহমানের পরকীয়া রয়েছে এমন সন্দেহে তার সঙ্গে সেলিনা খাতুনের মনোমালিন্য চলছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-ঝাটি লেগেই থাকতো।

এর জের ধরে প্রথম রমজানের দিন সেলিনা রাগ করে তার বাবার বাড়ি গাংনী উপজেলার কষবা গ্রামে চলে যান। পারিবারিক সমঝোতায় শনিবার আবারো সেলিনাকে ফিরিয়ে আনেন তার স্বামী। মধ্যরাতে আজিজুলের চিৎকার শুনে প্রতিবেশী ও বাড়ির লোকজন তার বাড়িতে ছুটে যান। গিয়ে তারা আজিজুলকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। লাঠি দিয়ে মাথায় আঘাত করে সেলিনা তাকে হত্যা করেছে বলে অভিযোগ আজিজুরের পরিবারের।

ওসি আহসান হাবীব আরো জানান, স্বামীকে হত্যার অভিযোগে সকালে নিজ বাড়ি থেকে সেলিনাকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে থানায় হত্যা মামলা দায়ের করবে নিহতের পরিবার।

(ওএস/এএস/জুলাই ১২, ২০১৫)