মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের চরমুগরিয়া বন্দর থেকে এক হাজার ২৩৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বকর সিদ্দিক ও ডিবি’র এসআই রাজিবের নেতৃত্বে পুলিশ চরমুগরিয়া বন্দর থেকে মোশারফ বেপারী (৪২) ও চুমকি বেগম (৩০) নামের দু’জনকে আটক করে। তাদের কাছ থেকে ১ হাজার ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মোশারফ চরমুগরিয়া বন্দরের পাশের পেয়ারপুর গ্রামের মোসলেম বেপারীর ছেলে। অপর আটক চুমকি বেগমের স্বামীর বাড়ি কুমিল্লার কচুয়া এলাকায়। তার স্বামীর নাম শামীম তালুকদার। আটকের সময় তার সাথে ৭ বছর বয়সী এক মেয়েও ছিল।
মাদারীপুর ডিবি পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মাদারীপুরের এএসপি সার্কেল আবু বকর সিদ্দিক জানান, ‘আমরা গোপন সুত্রে জানতে পারি মাদারীপুরে ইয়াবার বড় একটি চালান আসছে। এই সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ চরমুগরিয়া বাজার থেকে ইয়াবার চালান ডেলিভারি দেয়ার সময় হাতেনাতে আটক করা হয়েছে।’
(এএসএ/এএস/মে ২০, ২০১৪)