লক্ষ্মীপুর প্রতিনিধি : পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিজামউদ্দিন আসামি থানায় আত্মসমর্পন করেছেন। তার বিরুদ্ধে ২টি খুনসহ প্রায় ৫ টি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তিনি একে ২২ ও ১৯৮ রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করেন। তার বাড়ি সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ইউসুফপুর গ্রামে। তিনি লুৎফুর রহমানের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নিজামউদ্দিন মুন্নাকে সম্প্রতি জেলা ছাত্রলীগ থেকে অব্যহতি দেয়া হয়। তার বিরুদ্ধে হাজিরপাড়া ইউনিয়নের যুবদল নেতা মনির হোসেন ও দত্তপাড়া ইউনিয়নের সুজন হত্যাসহ ৪টি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
ওসির দাবি, পুলিশের অভিযানে কোনঠাসা হয়ে সন্ত্রাসীরা আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। এরই ধারাবাহিকতায় নিজাম আত্মসমর্পণ করেন। তিনি জানান, তাকে ওইসব মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
উলেলখ্য, গত ১১ মে রোববার দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি নেন নিজামউদ্দিন মুন্না।
(এমআরএস/এএস/মে ২০, ২০১৪)