নিউজ ডেস্ক : ওয়েবসাইট থেকে এক গায়কের মরদেহের ছবি না সরানোয় গুগল ও ফেসবুককে জরিমানা করেছে ব্রাজিলের একটি আদালত। প্রতিষ্ঠান দুটিকে সাড়ে ১৫ হাজার ডলার জরিমানা করা হলেও তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা যায়, জুন মাসের ২৪ তারিখ সড়ক দুর্ঘটনায় নিহত হন ২৯ বছর বয়সী গায়ক ক্রিশ্চিয়ানো আরাওযো। তার মৃত্যুর পর পরই এ দুর্ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিও গুগল ও ফেসবুকে ছড়িয়ে পড়ে। গুগলে সার্চ দিয়েও এ ছবি পাওয়া যাচ্ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। এ ধরনের ছবি প্রকাশ নিহতের পরিবারের জন্য বেদনাদায়ক উল্লেখ করে তা সরিয়ে ফেলার নির্দেশ দেন আদালত।

(ওএস/এএস/জুলাই ১৩, ২০১৫)