চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর কোতোয়ালী থানার কদমতলী সিগন্যাল কেবিনের সামনে সাত নম্বর লাইনে ট্রেনে ‍কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিহত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তবে পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু দাশ রানা জানান, লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে ট্রেনে কাটা পড়া একযুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুবকটির পরিচয় পাওয়া যায়নি। আমরা অপমৃত্যুর মামলা নিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছি।

তবে কোন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে তাও নিশ্চিত করতে পারেনি এ পুলিশ কর্মকর্তা।

(ওএস/এএস/জুলাই ১৩, ২০১৫)