গাইবান্ধা প্রতিনিধি :সিলেটে শিশু রাজনকে কয়েকজন পাষন্ড কর্তৃক নির্মমভাবে পিটিয়ে হত্যা করার প্রতিবাদ এবং খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে সোমবার গাইবান্ধায় জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নিলুফার ইয়াসমিন শিল্পী, সাধারণ সম্পাদক বজলুর রহমান, পরমানন্দ দাস, মাহবুব আলম মিলন প্রমুখ। জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে এই মানববন্ধনের কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সিলেটের কুমারগাওয়ে রাজন নামের এক শিশুকে প্রায় ১৭ মিনিট খুঁচিয়ে খুঁচিয়ে রোড দিয়ে পেটানো হয় এবং এসময় শিশুটির পানি খেতে চাইলে তাকে তাও দেয়া হয়নি। এই নির্মম পৈচাশিক ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হারমানায়। এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।


(আরআই/এসসি/জুলাই১৩,২০১৫)