নওগাঁ প্রতিনিধি : অবশেষে নওগাঁয় সরকারিভাবে বোরো সংগ্রহ অভিযান শুরু হলো। মঙ্গলবার সকালে নওগাঁ সদর খাদ্যগুদামে ফিতা কেটে এই কর্মসূচীর উদ্বোধন করেন, নওগাঁ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুস সাত্তার মণ্ডল।

এদিন ২০ মে. টন চাল সংগ্রহ করা হয়। চলতি মৌসুমে জেলায় চাল সংগ্রহ এটিই প্রথম। এই মৌসুমে সদর উপজেলায় ২৫ হাজার ৭৮ মে. টন চাল ও ৫৯৪ মে. টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে সদরের ওসিএলএসডি শওকত জামিল প্রধান জানিয়েছেন। এসময় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোতালেব তালুকদারসহ চাল কল মালিক, সাংবাদিক ও খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে জেলার ১৯টি খাদ্যগুদামে ৬২ হাজার ৩৭৫ মে. টন চাল ও ৫ হাজার ৯৯০ মে. টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে জেলা খাদ্য বিভাগ নিশ্চিত করেছে।
(বিএম/এএস/মে ২০, ২০১৪)