নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে লড়বেন ত্বকীর বাবা সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি।

প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে খালি হওয়া এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মঙ্গলবার একটি সংবাদ মাধ্যমকে জানান রাব্বি।

উল্লেখ্য, আগামী ২৬ জুন এই শূন্য আসনে উপ-নির্বাচনের দিন রেখেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ মে পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

(ওএস/এটিআর/মে ২০, ২০১৪)