রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে মতিহার থানার হরিয়ান এলাকার খড়খড়ি কুখন্ডি ও পুঠিয়া উপজেলার বানেশ্বরে এ দুর্ঘটনা ঘটে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে খড়খড়ি এলাকার কুখন্ডি বাইপাসে নওদাপাড়াগামী একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে জয়নাল নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন আরও চারজন।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, বুধবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের দু’যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজন।

নিহত দু’জন হলেন-নাচোল উপজেলা সদরের হোসেন আলীর ছেলে নাজমুল হক (৪৫) ও নাচোল উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪০)। আহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

বানেশ্বর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ফজলুল হক জানান, সকালে দুর্ঘটনার পর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দু’জন মারা যান।

(ওএস/এএস/জুলাই ১৫, ২০১৫)