গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মটর সাইকেলের ধাক্কায় হুমায়রা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি দক্ষিণ পাড়া গ্রামের ফরিদ শেখের স্ত্রী।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে হুমায়রা বেগম ভ্যান গাড়িতে করে কাঠি বাজার থেকে ভবানীপুর ছোট মেয়ের বাড়িতে যাচ্ছিলেন।

এ সময় বিপরীতমুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান এবং মোটরসাইকেলটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধান অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।

(এমএইচএম/এএস/জুলাই ১৫, ২০১৫)