বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : বুধবার ১৫ জুলাই সকালে বড়লেখা উপজেলার দক্ষিণভাগে কুলাউড়া-বড়লেখা সড়কের হাতলিঘাট নামক স্থানে নির্মাণাধীন ধলছড়ি ব্রিজের বেইলি সেতু ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খালে পড়ে যায়।

ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭টার দিকে। এতে সকাল থেকে কুলাউড়া-বড়লেখায় সরাসরি যানচলা চল বন্ধ রয়েছে। খবর পেয়ে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত ঘটনাস্থলে আসেন। এ নিয়ে ২য় বারের মতো বেইলি ব্রিজটি ভেঙ্গে পড়লো। এর আগে চলতি বছরের ১০ জুন বেইলি ব্রিজটি ভেঙ্গে প্রায় ১৫ দিন এ সড়কে সরাসারি যানচলাচল বন্ধ থাকে।

সরেজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যায়, দুপুর ১টার দিকে নির্মাণাধীন ধলছড়ি ব্রিজের উপর দিয়ে ছোট যানবাহ কিছুটা চলাচলের ব্যবস্থা করা হলেও বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে পণ্য ও যাত্রীবাহী বাসসহ ছোটো-বড়ো অনেক যানবাহন সেখানে আটকা পড়ে। সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানিয়েছে, ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে ২দিন সময় লাগবে।

এলাকাবাসী জানান, বুধবার সকালে ঢাকা থেকে বড়লেখাগামী সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫২১১) নির্মাণাধীন ধলছড়ি ব্রিজের বিকল্প বেইলি ব্রিজে উঠলে সেতু ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খালে পড়ে যায়।

মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত জানান, জনদুর্ভোগ নিরসনে নির্মাণ হওয়া ধলছড়ি ব্রিজটি বৃহস্পতিবারের মধ্যে খুলে দেওয়া হবে। এ লক্ষে কাজ চলছে। তিনি আরো জানান, কাজে ঠিকাদারের সীমাহীন অনিয়মের কারণে এ ব্রিজটি পুনরায় ভেঙ্গে পড়ে।

(এলএস/এএস/জুলাই ১৫, ২০১৫)