বরিশাল প্রতিনিধি : আগৈলঝাড়া উপজেলার পূর্ব আস্কর এলাকায় বোনের সাথে অভিমান করে অনিতা বিশ্বাস (১০) নামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে।

অনিতা বুধবার বিকেলে ঘরের পিছনে আম গাছে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। অনিতা ওই এলাকার অনিল বিশ্বাসে মেয়ে ও কাঠিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সেলিম মিয়া অনিতার পরিবারের বরাত দিয়ে জানান, কদম ফুল নিয়ে অনিতার সাথে তার বড় বোন অষ্টম শ্রেণীর ছাত্রী অর্পিতা বিশ্বাসের ঝগড়া হয়। এর কিছু সময় পর অনিতাকে ঘরের পেছনে আমগাছের সাথে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা।

তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আসার আগেই অনিতার মৃত্যু হয়েছে বলে জানান।

(টিবি/পিএস/জুলাই ১৫, ২০১৫)