মৌলভীবাজার প্রতিনিধি : "রাজন হত্যার বিচার চাই ঘাতকদের ফাঁসি চাই" শ্লোগান নিয়ে মৌলভীবাজারে প্রচন্ড বৃষ্টিপাত উপেক্ষা করে স্থানীয় বিভিন্ন কলেজের ছাত্রদের অংশগ্রহণে সিলেটের বাদেআলী গ্রামের দরিদ্র পরিবারের ১৩ বছর বয়সী শিশু শেখ সামিউল ইসলাম রাজন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবীতে এক ব্যাতিক্রমী মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

অদম্য ইচ্ছা শক্তিকে জাগ্রত করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের বাহিরে সম্পূর্ণ ব্যক্তি উদ্যেগে একান্ত মানবিক দৃষ্টিকোণ থেকে এ মানববন্ধন দুপুর ২ ঘটিকার সময় শহরের প্রেসক্লাব মোড়ে অনুষ্টিত হয়। শিশু সংঘঠক ও চিত্রশিল্পী সৈয়দ ফারদিনুল হক সৌমিকের নেতৃত্তে এ সময় মানববন্ধনে মৌলভীবাজারের বিভিন্ন কলেজের একাদশ শ্রেণির ছাত্ররা রাজন হত্যার বিচার চাই নইলে ব্যক্তি, গোষ্টি, সমাজ, রাষ্ট্রসহ বিশ্ব মানবতা ব্যর্থ হবে এ রকম নানান ধরনের প্রতিবাদী শ্লোগান সম্বলিত ব্যানার, প্লেকার্ড নিয়ে উপস্থিত ছিলেন।

(এমএকে/পি/জুলাই ১৬, ২০১৫)