গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা শহরের ব্যস্ততম ১নং রেলগেটটির ব্যরিকেড ভেঙ্গে পড়ায় ট্রেন চলাচলের সময় শুধুমাত্র এক পাশে একটা বাঁশ দিয়ে ব্যস্ততম ডিবি রোডে যানবাহন ও পথচারী নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে ঈদের এই সময়টিতে প্রচন্ড ভীড়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত অবস্থায় রয়েছে ওই রেলগেটটি।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে দ্রুতগামি একটি মালবাহি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে সড়কের পাশের লোহার বেষ্টনিটি ভেঙ্গে দেয়। ফলে সেদিন থেকেই বিকল্প ব্যবস্থা হিসেবে ওই রেলগেটের গেটম্যান এক পাশে একটি বাঁশ দিয়ে ট্রেন চলাচলের সময়টিতে যানবাহন ও পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করে আসছে। অত্যান্ত গুরুত্বপূর্ণ এই রেলগেটের বেরিকেড দুটি তিনদিন আগে ভেঙ্গে গেলেও এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ তা মেরামতের কোন উদ্যোগ গ্রহণ করেনি। এছাড়া কবে নাগাদ এই রেলগেটে নতুন বেরিকেড নির্মাণ করা হবে তাও অনিশ্চিত।


(আরআই/এসসি/জুলাই১৬,২০১৫)