বিনোদন ডেস্ক : অভিনেতা রাজ্জাককে শুক্রবার আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে । রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাজ্জাকের চিকিত্সা চলছে। তার চিকিত্সার তত্ত্বাবধানে আছেন চিকিত্সক জুবায়ের আহমেদ।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বেশ কয়েকদিন স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন গুণী অভিনেতা। প্রয়োজনীয় চিকিত্সা সেবা নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করায় বৃহস্পতিবার সকালে হাসপাতাল ছেড়ে গুলশানের বাসায় চলে যান তিনি। শুক্রবার সকালে আবারও শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রাজ্জাকের শারীরিক অবস্থা প্রসঙ্গে তার ছেলে সম্রাট বলেন, অসুস্থ হয়ে গত কয়েকটা দিন আব্বা হাসপাতালেই ছিলেন। হঠাত্ বৃহস্পতিবার বাসায় যাওয়ার জন্য জেদ করেন। এরপর আমরা তাকে বাসায় নিয়ে যাই। কিন্তু বাসায় যাওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই আবারও অসুস্থ হয়ে পড়েন। কোন উপায় না দেখে শুক্রবার দুপুরে তাকে পুনরায় হাসপাতালে নিয়ে ভর্তি হয়।

পারিবারিক সূত্র জানায়, রাজ্জাক নিউমোনিয়ায় আক্রান্ত। চিকিত্সকের পরামর্শে তাকে ধুলোবালি ও ধূমপানমুক্ত পরিবেশে বেশ কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া দেওয়া হয়েছে।

(ওএস/এইচআর/এপ্রিল ০৫, ২০১৪)