সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস ঈদ উপলক্ষে ভ্রাম্যমান সেবা কার্যক্রম শুরু করেছে। বৃহষ্পতিবার থেকে আগামী ২২ জুলাই সোমবার পর্যন্ত এই সেবা কার্যক্রম চলবে।

সিরাজগঞ্জ জেলা ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক মোঃ নিজাম উদ্দিন জানান, বঙ্গবন্ধুসেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত বিশ কিলোমিটার দীর্ঘ সড়কে উত্তরবঙ্গের ১৬টি জেলাসহ দক্ষীনবঙ্গের কয়েকটি জেলার প্রায় ১৫ হাজার যানবাহন প্রতিদিন এই সড়কদিয়ে চলাচল করে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় এনে একটি উন্নতমানের পিকআপ গাড়িটিকে একজন কর্মকর্তাসহ পাঁচজন সদস্যকে দুর্ঘটনায় উদ্ধার কাজের সরঞ্জাম নিয়ে সজ্জিত করা হয়েছে। গাড়িটি প্রতিদিন পালাক্রমে দিনরাত সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত ভ্রাম্যমান হিসেবে চলাফেরা করবে। একই সঙ্গে সহযোগিতা চাওয়ার জন্য হ্যান্ড মাইকের মাধ্যমে সড়কদিয়ে চলমান অবস্থায় মাইকিং করে ফোন নম্বর দেয়া হবে। যেকোন সময়ে যেকোন বিপাদন্ন ব্যক্তি ফায়ার সার্ভিসের এই সেবা নিতে পারে। দুর্ঘটনা কবলিত যাত্রীদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে পৌঁছে দিতে পারে। সহজে মানুষ সহযোগিতা পাবে।

তিনি আরও জানান, এই সেবা কার্যক্রম ঈদ উপলক্ষে শুরু হলেও এ ব্যবস্থা মাহাসড়কে চলমান থাকে সে জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

(এসএস/পি/জুলাই ১৬, ২০১৫)