শরীয়তপুর প্রতিনিধি : আজ শুক্রবার সুরেশ্বর পীরের অনুসারীরা শরীয়তপুর জেলার ৪ উপজেলার ৩০ টি গ্রামে একদিন আগেই অগ্রিম ঈদুল ফিতর উদযাপন করছে। অন্তত ১০ হাজার ভক্ত এই ঈদ উদযাপন করছে ।

সুরেশ্বর পীরের দরবার শরীফ সৌদি আরবের সাথে মিল রেখে প্রায় শত বছর যাবৎ রমজানের চন্দ্র মাসের শুরু থেকেই সুরেশ্বর পীরের সকল ভক্ত ও তাদের অনুসারিরা রোজা রেখে আসছে এবং রোজা শেষে তারা একই নিয়মে অগ্রিম ঈদ উৎসব পালনা করে। নড়িয়া উপজেলা সুরেশ্বর, চন্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নীথিরা, মানাখানা, নশাসন, ভুমখারা, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি, সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রাম সহ প্রায় ৩০টি গ্রামের ১০ হাজারেরও বেশী নারী পুরুষ অন্তত এক হাজার পরিবারে এই আগম ঈদ উদযাপন করছে।

আজ ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সুরেশ্বর দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ১০ টায়। সুরেশ্বর দরবার শরীফের নামাজে ঈমামতি করেন দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ বেলাল নূরী ও মোনাজাত পরিচালনা করেন সৈয়দ কামাল নূরী । ঈদ জামাতে বিপুল সংখ্যক মহিলা ভক্তরাও নামাজে অংশ গ্রহন করেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত ও তোবারক বিতরণ করেন।

(কেএনআই/এসসি/জুলাই১৭,২০১৫)