সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গিয়ে শিশুসহ ৫ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০জন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার বানিয়াগাতী ৪নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলার সোনাইকান্দা গ্রামের হারুনর অর রশিদের ছেলে আপেল (১৯), জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গাজিয়াপাড়া গ্রামের জুয়েল হোসেনের ছেলে নিরব (৮) এবং একই উপজেলার দিরাহীনপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী শিরিন আখতারের (২৮) পরিচয় পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এ্যানি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে গাইবান্ধা যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ২০ বাসযাত্রী।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পথে ২জন মারা যায়। পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে ৪/৫ জনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে র‌্যাকার দিয়ে বাসটি খাদ থেকে উদ্ধারের পর আরও একটি লাশটি উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাসটিকে হেফাজতে নেওয়া হলেও এর চালক ও হেলাপার পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(ওএস/পি/জুলাই ১৭, ২০১৫)

(ওএস/এসসি/পি/জুলাই১৭, ২০১৫)