গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে পৌর ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলা কোর্ট মসজিদের ইমাম মুফতি হাফেজ হাফিজুর রহমান এ ঈদের নামাজের ইমামতি করেন।

শিশু ও সাধারণ মানুষের সাথে ঈদের নামাজ আদায় করেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইমদাদুল হক, জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, পৌর মেয়র রেজাউল হক সিকদার রাজু। এরপর শহরের মিয়াপাড়া জামে মসজিদ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, আলীয়া মাদ্রাসাসহ শহরের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ঈদের জামাতকে কেন্দ্র করে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।


(এমএইচএম/এসসি/জুলাই১৮,২০১৫)