পটুয়াখালী প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় ঈদগাহ মাঠে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় রিপন পাহোলান (৩০) নামে এক জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রিপন পাহোলানসহ আহতরা হলেন- নাদিম, রেজাউল, ইমরান, বদরুল, মতিউর রহমান, ইসমাইল তালুকদার, ফেরদৌস, আব্দুল রব ফকিরসহ উভয়পক্ষের ১০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার জামাল আকনের গরু রিয়াজ পাহোলানের বাড়ির দরজায় বাঁধে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে তেগাছিয়া ঈদগাহ মাঠে নামাজ শেষে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রিপন পাহোলান, নাদিম, রেজাউল, ইমরান, বদরুল, মতিউর রহমান, ইসমাইল তালুকদার, ফেরদৌস, আব্দুল রব ফকিরসহ উভয়পক্ষের ১০ জন আহত হন। এদের মধ্যে রিপনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

(ওএস/পি/জুলাই ১৮, ২০১৫)