গোপালগঞ্জ প্রতিনিধি :আগামীতে রাজনীতির গুনগত পরিবর্তন হবে এমন আশা ব্যক্ত করে র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, দেশে জ্বালাও পোড়াও রাজনীতি চিরতরে বন্ধ হয়েছে। প্রতিদিন ২ হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করা হয়েছে।

আজ রবিবার দুপুরে গোপালগঞ্জের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪০তম প্রতিষ্ঠা বাষির্কী ও পূণর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি ও জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ২০১৩ সালের শেষ দিকে দলীয়, ব্যাক্তি ও গোষ্টি স্বার্থে এ জ্বালাও পোড়াও রাজনীতি করা হয়েছে। জ্বালিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা হয়েছে, নষ্ট করা হয়েছে সরকারী সম্পদ। ধ্বংস করা হয়েছে অর্থনীতির অগ্রযাত্রাকে। এসময় কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও জেমসার সভাপতি এ্যাডভোকেট মোল্যা মোহাম্মদ আবু কাওসার, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা মেজবাহউদ্দিন আহসান, নাজমুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা কামরুজ্জামান, সেনা কর্মকর্তা শফিকুল ইসলামসহ প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।

এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এসোসিয়েশন (জেমসা)-এর উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, তিনি প্রতিষ্ঠা বাষির্কী ও পূণর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক। আগামী ৩০ ও ৩১ অক্টোবর এ পুনর্মিলনী অনুষ্ঠান এস এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

(এমএইচএম/এসসি/জুলাই১৯,২০১৫)