স্পোর্টস ডেস্ক, ঢাকা : পুনরায় বার্সেলোনার সভাপতি নির্বাচিত হলেন হোসে মারিয়া বার্তেম্যু। তুমুল প্রতিদ্বন্দীতাপূর্ণ নির্বাচনে ২৫,৮২৩ ভোট পেয়ে বার্সার সভাপতি নির্বাচিত হলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি হুয়ান লাপোর্তাকে ১৫,৬১৫ ভোটে হারিয়ে দিয়েছেন মারিয়া।

এই জয়ের পর ছয় বছরের জন্য বার্সা সভাপতি থাকবেন মারিয়া। পূণরায় বার্সা সভাপতি নির্বাচিত হওয়ার পরে উচ্ছ্বসিত হোসে মারিয়া বলেন, ‘আবার সভাপতি নির্বাচিত হওয়ার পরে দায়িত্ব অনেক বেড়ে গেল। বিশ্বের এক নম্বর ক্লাবের স্থান ধরে রাখতে হবে। আগামী ৬ বছর আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।’

হোসে মারিয়াদের হাতে ক্লাব চালানোর দায়িত্ব আসাতে খুশি বার্সা সমর্থকরাও। এবার ত্রি-মুকুট জিতেছেন মেসি নেইমাররা। চ্যাম্পিয়ন হয়েছে কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা। নতুন মৌসুমে ক্লাব শিরোপা ধরে রাখতে পারবে বলেই মনে করছেন সমর্থকরা।

(ওএস/পি/জুলাই ১৯, ২০১৫)